Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় নানা আয়োজনে ‘নবান্ন উৎসব’

Icon

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

বগুড়ায় নানা আয়োজনে ‘নবান্ন উৎসব’

ছবি-সংগৃহীত

বগুড়ায় নানা আয়োজনে নবান্ন উৎসবের আয়োজন করেছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পুরাতন শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ নামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।

নবান্ন কথন পর্বে বক্তব্য দেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভিন, সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির, শিবগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল প্রমুখ।

নবান্ন উৎসবে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠানে আগত অতিথিদের মুখে চিড়া, মলা, মুড়ি, মুড়কি, মোয়া, খৈই, শীতের পিঠা তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্য খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পাবন এ যেন হৃদয়ের বন্ধনকে আরও গারো করার উৎসব।

নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও পুষ্পিতা।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন