Logo
Logo
×

সারাদেশ

ফের জিয়া স্বাধীনতা কমপ্লেক্স নামকরণের দাবি

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

ফের জিয়া স্বাধীনতা কমপ্লেক্স  নামকরণের দাবি

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্সের নামকরণে জিয়ার নাম পুনর্বহাল করে ‘জিয়া স্বাধীনতা কমপ্লেক্স’ নামকরণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার (১৬ নভেম্বর) নগরীর কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

এর আগে সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে ষোলশহর বিপ্লব উদ্যানে যুব সমাবেশও আয়োজন করে যুবদল। রাতে কালারঘাট বেতারকেন্দ্রের সামনে যুব যাত্রা অনুষ্ঠিত।

স্বাধীনতা কমপ্লেক্স হলো চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে অবস্থিত একটি থিম পার্ক যেখানে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর অবিকল রেপ্লিকা আছে। ২০০৬ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটিকে স্বাধীনতা কমপ্লেক্স নামে নামকরণ করা হয়। 

এই পার্কের নামে আবারও জিয়াউর রহমানের নাম ফিরিয়ে আনাদার দাবি করে মোনায়েম মুন্না বলেন, জিয়াউর রহমান বাংলাদেশ অস্তিত্বের সঙ্গে জড়িত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস নিষিদ্ধ করেছিল। কিন্তু জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারেননি। 

এ সময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রেজাউল করিম লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সহ-সম্পাদক কামাল উদ্দিন, সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন