ঢাকা মেডিকেলের পাশে পড়ে ছিল নবজাতকের লাশ
ঢামেক সংবাদদাতা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
প্রতীকী ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগের বিপরীত পাশ থেকে এক মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স হবে একদিন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের মরদেহ ঢামেকের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় জানান, হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাতে নবজাতকটির মরদেহ পাওয়া যায়। এ সময় লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল। ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা সেখানে রেখে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।