Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ

Icon

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ

ছবি-সংগৃহীত

চট্টগ্রামে এস আলম নিয়ন্ত্রিত ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা কর্ণফুলী থানা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে কয়েকশ চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং অনেকে কাফনের কাপড় পড়ে সড়কে অবস্থান নেয়। এতে কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান মইজ্জারটেক এলাকা গাড়ি চলাচল বিঘ্ন হচ্ছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 

জানা গেছে, গত সরকারের সময় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকসহ ৭ ব্যাংকে কর্মরত এবং এস আলমের ঘনিষ্ঠ অবৈধ নিয়োগ প্রাপ্ত কর্মিদের চাকুরিচ্যুত করে ব্যাংক সমূহের বর্তমান পর্ষদ। কর্মীদের দাবি-চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, চট্টগ্রাম অঞ্চলের ৩ হাজার কর্মীকে চাকুরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে তারা রোববার সড়কে অবস্থান নিয়ে চাকরি ফিরে পাওয়ার দাবি জানাতে অবরোধ করেছে। এর ফলে সকাল ৯টা থেকে প্রায় ১২টা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্ণফুলি থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন