প্রান্তিক উদ্যোক্তাকে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

বাংলাদেশ ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি সই -ছবি: সংগৃহীত
আর্থিক সেবাভুক্তি কার্যক্রমের আওতায় ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার ও অব্যাহত রাখার জন্য গঠিত ‘পুনঃঅর্থায়ন স্কিম’ নামে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।
ওই তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি সই করা হয়েছে।
চুক্তির আওতায় ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজ শর্তে জামানতবিহীন ঋণ অতি অল্প সুদে গ্রহণ করতে পারবে। ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এ গতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য পদ্মা ব্যাংক পিএলসি তার সব শাখা ও উপশাখার মাধ্যমে সারা দেশে এখন সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারবে, যেখানে ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৭ শতাংশ।
গত ২৫ ফেব্রুয়ারি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমির উদ্দিন (ডিরেক্টর এফ.আই.ডি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
এসময় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম ও পদ্মা ব্যাংকের ইভিপি অ্যান্ড হেড অফ এসএমই অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশনের রিয়াজুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।