বাবা আমির হোসেনের সাথে চিত্রনায়িকা পপি
বাবা হারালেন ঢালিউড চিত্রনায়িকা পপি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পপির পারিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত কয়েক বছর ধরে পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ দিন ধরেই পর্দার অন্তরালে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ঢালিউডের এই চিত্রনায়িকা।