Logo
Logo
×

বিনোদন

বন্ধ হতে যাচ্ছে মধুমিতা হল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

বন্ধ হতে যাচ্ছে মধুমিতা হল

ছবি-সংগৃহীত

অনেক আগেই দেশের অসংখ্য সিনেমা হল বন্ধ হয়েছে শুধু রুচিসম্মত সিনেমা নির্মাণের অভাবে। এরই মধ্যে শোনা গেল, চিরতরে বন্ধ হতে চলেছে ঢাকার ৫৬ বছরের পুরোনো সিনেমা হল ‘মধুমিতা’।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, সিনেমা না থাকায় অনেকদিন ধরে লোকসানে চলছিল তারা। এ জন্যই ঐতিহ্যবাহী এ প্রেক্ষাগৃহটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা।

মধুমিতা সিনেমা হলে গত নভেম্বরে মুক্তি পেয়েছিল শাকিব খানের দরদ। আর এটিই ছিল সিনেমা হলটির সর্বশেষ ছবি। এরপর দুই মাস ধরে হলটি বন্ধ রয়েছে। আবার এর মধ্যে কোনো নতুন সিনেমাও মুক্তি পায়নি।

মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানান, হল বন্ধ রাখার কারণে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই সিনেমা হলটি বন্ধ করে দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন তিনি। যদিও অফিসিয়ালি এ বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি নওশাদ।

নওশাদ বলেন, ‘মূলত ভালো সিনেমার অভাবে আমরা হল চালাতে পারছি না; সঙ্গে কর্মীদের বেতনাদিও দিতে পারছি না। আমরা আগামী ঈদ পর্যন্ত দেখব, আশানুরূপ না হলে ঈদের পরেই চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব।’


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন