Logo
Logo
×

বিনোদন

তিন দেশের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পিএম

তিন দেশের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’

ছবি: সংগৃহীত

এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি।

কানাডা ও যুক্তরাষ্ট্রে জংলি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। যুক্তরাজ্যে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস। প্রথম সপ্তাহে কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে জংলি। পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বছরের এই সময়ে হলিউড ও বলিউডের সিনেমার প্রেশার থাকে ওয়ার্ল্ড মার্কেটে। তবে আমাদের শুরুটা ভালো করতে পারলে পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে জংলি, সেই সঙ্গে থাকছে আরেক বড় চেইন যুক্তরাষ্ট্রের সিনেমার্কে নতুন কিছু হল পাওয়ার সুযোগ।’

সিয়াম-বুবলী ছাড়া জংলিতে আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া এবং এমআইবি স্টুডিওস।

নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি এখন প্রতিটি পরিবারের সিনেমা হয়ে উঠেছে। পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে; জংলি দেখে। দেশের বাইরেও সিনেমাটি দর্শকের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন