Logo
Logo
×

বিনোদন

পাকিস্তানকে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী : আদনান সামি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ০২:৫০ এএম

পাকিস্তানকে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী : আদনান সামি

ছবি-সংগৃহীত

কাশ্মিরের পেহেলগাম এলাকায় জঙ্গি হামলার পর ভারত দেশটিতে থাকা সকল পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত যেতে বলেছে। পাকিস্তানিদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গ উঠতেই পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামিকে পাকিস্তানে ফিরে আসার কথা বলেছিলেন।

আদনান সামির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতেই ফাওয়াদকে উপযুক্ত উত্তর দেন গায়ক। এক্স হ্যান্ডেলে আদনান সামিকে উল্লেখ করে ফাওয়াদ যখন লেখেন, ‘এবার আদনান সামির কি হবে?’ ঠিক তখনই প্রদুত্তরে গায়ক লেখেন, ‘এই অশিক্ষিত বোকাকে কে বলবে!!’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০১৫ সালের ডিসেম্বর মাসে লন্ডনে জন্মগ্রহণকারী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। একজন পাকিস্তানি হলেও তিনি বর্তমানে ভারতের নাগরিক, তাই খুব স্বাভাবিকভাবে আদনানের পাকিস্তানের ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। 

সম্প্রতি আদনান একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আজারবাইজানের বাকুরের সুন্দর রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন মিষ্টি পাকিস্তানি ছেলের সঙ্গে দেখা হলো। তারা আমাকে বললো, ‘স্যার আপনি খুব ভাগ্যবান.. ভালো সময় পাকিস্তান ছেড়ে দিয়েছেন। আমরাও আমাদের নাগরিকত্ব পরিবর্তন করতে চাই। আমরা আমাদের সেনাবাহিনীকে ঘৃণা করি... তারা আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে!’

এর উত্তরে আমি শুধু বলেছি, ‘আমি এটা অনেক আগে থেকেই জানি’।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন