Logo
Logo
×

বিনোদন

একসঙ্গে আফজাল-শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:০৬ পিএম

একসঙ্গে আফজাল-শাকিব

ছবি-সংগৃহীত

নির্মাতা রায়হান রাফীর সিনেমা মানেই চমকের ছড়াছড়ি। এই যেমন এখন তিনি শাকিব খান এবং সাবিলা নূরকে নিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং করছেন। অথচ আগে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে, এই সিনেমায় সাবিলা অভিনয় করবেন। অনেকটা গোপনীয়ভাবেই সিনেমার দৃশ্য ধারণ করছেন নির্মাতা। তবে ঐ যে, ভক্তরা ঠিকই বের করে ফেলেছেন নায়িকা কাহিনি!

এবার আরেকটি চমকের কথা শোনা যাচ্ছে। সেটি হল, ‘তাণ্ডব’ সিনেমায় থাকছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা শেয়ার করছেন তিনি। পুলিশের স্পেশাল ফোর্স ‘সোয়াট’-এর প্রধানের ভূমিকায় দেখা যাবে তাকে। বলা প্রয়োজন, ‘তাণ্ডব’ সিনেমার ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রায়হান রাফী গণমাধ্যমকে জানান, ‘তুফান’-এর তুলনায় এবার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি।

এটাও বলা প্রয়োজন, সকল রকম গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে। এমনকি মোবাইল ফোননিষিদ্ধসহ বহিরাগতদের প্রবেশেও রয়েছে কড়াকড়ি। তবুও  সিনেমাটি ঘিরে কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।

রাফী জানিয়েছেন, সিনেমাটিতে বিদেশি ফাইট ডিরেক্টর ও টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে। তবে এই নির্মাতা এখনই কিছু জানাতে চাননা। অনেক চমক থাকছে সিনেমাটিতে, এতটুকুই জানিয়েছেন তিনি।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন