অভিনেতা রুমি ক্যানসারে আক্রান্ত

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম

অভিনেতা ওয়ালিউল হক রুমি
আরো পড়ুন
জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি, ৩৩ বছর পার করছেন অভিনয় জীবনে। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায়। তার অভিনয়নৈপুণ্য দর্শককে মুগ্ধ করে চলেছে দিনের পর দিন।
গুণী এ অভিনেতা অসুস্থ, দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। অভিনেতা রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন। অভিনেতা ওয়ালিউল হক রুমি ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।
রুমির অভিনয়ের শুরুটা ১৯৮৮ সালে বেইলি রোডে ‘এখন ক্রীতদাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় আগমন ঘটে। তিনি টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
ওয়ালিউল হক রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো সাজেশন সেলিম, বোকাসোকা তিনজন, মেকঅ্যাপম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, যমজ-৫, যমজ-৬, যমজ-৭, যমজ-৮, যমজ-৯, যমজ-১০, রতনে রতন চিনে, ২০০ কদবেলী ইত্যাদি, সোনার শিকল, কমেডি ৪২০, প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।