স্বাস্থ্যসেবাকে ধ্বংস করেছে স্বৈরাচারী সরকার : ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম
ছবি-ফার্মাসিস্ট সমাবেশে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
‘ঔষধ যেখানে ফার্মাসিস্ট সেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফার্মাসিস্ট সমাবেশের আয়োজন করেছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদ।
শুক্রবার (২৭ সেপ্টম্বর) রাজধানী মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নাসির আহম্মেদ রতন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় ফার্মাসিস্ট সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা।
এ সময় বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা ফার্মাসিস্টের বৈষম্য, অবহেলা, ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত সহ বিভিন্ন দাবি প্রধান অতিথির নিকট তুলে ধরেন তারা।
প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন- ফার্মাসিস্টের উন্নতির সাথে স্বাস্থ্য সেবার উন্নতির সাথে ঔতপ্রোতভাবে জড়িত।বিগত ১৭ বছর স্বাস্থ্য সেবাকে ধ্বংস করেছেন স্বৈরাচারী সরকার। তাদের লুটপাটের কারনে স্বাস্থ্য সেবার মানের কোন পরিবর্তন হয়নি।এছাড়াও এই পেশাটি বৈষম্য শিকার হয়েছে অনেক।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি অনেক ফার্মাসিস্ট ও নিহত হয়েছেন। তাই ফার্মাসিস্ট এর উন্নতির স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ফার্মাসিস্ট সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনার , অধ্যাপক ডা.হারুন আল রশিদ,অধ্যাপক ডা.মোঃআব্দুস সালাম ,ডা.ফারুক হোসেন,এ কে এম মুসা লিটন, বিপ্লবুউজ্জামান বিপ্লব।