Logo
Logo
×

আন্তর্জাতিক

কিরিলভের মৃত্যু প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সঠিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

কিরিলভের মৃত্যু প্রমাণ করে ইউক্রেন আক্রমণ সঠিক

ছবি-সংগৃহীত

লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করে রাশিয়া। রাশিয়ার জেনারেল এবং তার সহযোগীকে হত্যাকে সন্ত্রাসী হামলা বলেছে ক্রেমলিন। ইউক্রেন দায় স্বীকার কারার ২৪ ঘণ্টারও বেশি সময় পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, এটি এখন স্পষ্ট যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ কে দিয়েছে।

১৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মস্কো টাইমস।

রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈবিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর তার সহকারীসহ নিহত হন।

পেসকভ সাংবাদিকদের বলেন, এটি আবারও নিশ্চিত হয়েছে যে কিয়েভ সরকার সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসে না।

রাশিয়ান তদন্তকারীরা জানিয়েছে, তারা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।  তদন্তাকারীরা বলছে, ওই ব্যক্তিকে ইউক্রেনের বিশেষ বাহিনী দ্বারা নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছে।

এ বিষয়ে মেদভেদেভ তার কার্যালয় থেকে বলা হয়েছে, আমাদের জাতিকে ভয় দেখানো, রুশ আক্রমণ থামানো বা ভীতির সঞ্চার করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। পতনের দ্বারপ্রান্তে থাকা দেশটির (ইউক্রেনের) সামরিক ও রাজনৈতিক নেতৃত্বসহ, বান্দেরাইট নাৎসিদের জন্য শাস্তি অপেক্ষা করছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন