ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১০:২০ পিএম
ছবি-সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। স্থানীয় সময় সোমবার এই প্রস্তাব পাস হয় বলে বিবিসি জানিয়েছে। নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার অর্থ হলো জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র এটি মানতে বাধ্য।
যুদ্ধবিরতি আহ্বান জানিয়ে পাস হওয়া এ প্রস্তাবে অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মিদের মুক্তিরও আহ্বান জানানো হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবস্থান পাল্টে এতে ভেটো দেয়নি। বাকি ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
ভোটাভুটির পর বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতি প্রস্তাব পাস হতে বিলম্ব হওয়ার জন্য গাজার শাসক দল হামাসকে দায়ী করেন।
তিনি বলেন, আমরা রেজুরেশনের সবকিছুর সঙ্গে একমত হইনি। এ কারণেই ভোট দেয়নি যুক্তরাষ্ট্র।
আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেছেন, এটি ‘খুব, খুব গুরুত্বপূর্ণ’ উন্নয়ন। প্রায় ছয় মাস পর ... ভোট, প্রায় সর্বসম্মতিক্রমে। গাজায় একটি স্থায়ী এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করেছে। যুক্তরাষ্ট্র তিনবার ভেটো দিয়েছে, তবে এবার এটি পাস করতে দিয়েছে।
জেমস বেস জানান,
প্রসঙ্গত, এর আগে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যত প্রস্তাব উত্থাপিত হয়েছে—প্রায় প্রত্যেকটিতেই আপত্তি বা ভেটো দিয়েছে ইসরায়েলের সবচেয়ে পুরনো ও পরিক্ষীত মিত্র যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রের ভেটোর কারণেই আর আলোর মুখ দেখেনি সেসব রেজোল্যুশন।
কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দিন দিন অসন্তোষ বাড়ছে।
সোমবারের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো না দেওয়াকে সেই টানাপোড়েনেরই প্রতিফলন বলছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।