Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি গোষ্ঠী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৯:৫৩ পিএম

যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি গোষ্ঠী

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। সাত মাস ধরে চলা এ যুদ্ধে দীর্ঘ আলোচনার পর আবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শনিবার ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের আল কুদস সংবাদমাধ্যম জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তিতে সম্মত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

সৌদি আরবের সংবাদমাধ্যম আশরকও একই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, দুপক্ষই চুক্তির খুব কাছাকাছি রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামাস এ বিষয়ে ঘোষণা দিবে।

হামাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আল কুদসকে জানান, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়াই কারা যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন।

তিনি জানান, যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধু নারী, বৃদ্ধ ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এরপর হামাসের কাছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা রয়ে যাবে। এটিকে কাজে লাগিয়ে পরবর্তী সুবিধা নেওয়া হবে।

এদুটি সংবাদমাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিয়েছে-চুক্তির তৃতীয় ধাপের সমাপ্তির পরে ইসরায়েল গাজা থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করবে। হামাসের এ শর্তটি ইসরায়েল বারবারই প্রত্যাখ্যান করে আসছে।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যুদ্ধ শেষ করার জন্য মার্কিন গ্যারান্টি সম্পর্কিত আরব মিডিয়ার প্রতিবেদনে উল্লিখিত চুক্তিগুলো এখনো পর্যালোচনা করেনি।

এর আগে সাম্প্রতিক চুক্তির একটি খসড়া হাতে এসেছে বলে জানিয়েছিল লেবাননের সংবাদমাধ্যম আল মায়েদিন টিভি। ওই সময়ে খসড়াটি জনসম্মুখে তুলে ধরে সংবাদমাধ্যমটি।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন