Logo
Logo
×

আন্তর্জাতিক

অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৫:২২ পিএম

অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

ফাইল ছবি

আবগারি দুর্নীতির মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১০ মে) তাকে আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন ভারতের সুপ্রিমকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার কেজরিওয়ালকে নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হলেও কোনো রায় দেননি শীর্ষ আদালত।

সেদিন বিচারপতিরা বলেন, কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী। এখন ভোট চলছে। তাতে প্রচারের অধিকার তার আছে। ভোট না থাকলে হয়তো জামিন দেওয়ার প্রশ্ন উঠত না। 

বিচারপতিদের আরও বলতে শোনা যায়, জামিন দেওয়া হলেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল।  কিন্তু তার আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। তার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন