Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ওপর হামলা, নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০১:০২ পিএম

ট্রাম্পের ওপর হামলা, নিহত ২

ছবি-সংগৃহীত

নির্বাচনি প্রচারণার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। তার কানে গুলি লেগেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় হামলাকারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়ায় জনসভায় বক্তৃতা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে। পরে সিক্রেট সার্ভিস অ্যাজেন্টরা তাকে নিরাপদে সরিয়ে নেয়। 

যখন ট্রাম্পকে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়, তখন তার ডান কানে রক্ত ​​দেখা যায় এবং তার মুখ দিয়ে বেয়ে পড়ছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, হত্যার চেষ্টার সময় একজন প্রত্যক্ষদর্শী ও বন্দুকধারী নিহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, ওই বন্দুকধারী অনুষ্ঠানস্থলের নিরাপত্তা পরিধির বাইরে থেকে একাধিক গুলি চালিয়েছিলেন।

হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।

ট্রাম্পের প্রচার শিবির বলেছে, সাবেক এই প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার আঘাত গুরুতর নয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল।

এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।

তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা এটা সহ্য করতে পারি না’

সূত্র: বিবিসি, রয়টার্স ও আল জাজিরা

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন