Logo
Logo
×

আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ২৭৬

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৪:৫৩ পিএম

কেরালায় ভূমিধসে নিহত বেড়ে ২৭৬

ছবি-সংগৃহীত

ভারতের কেরালার ওয়েনাড়ে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬ জনে দাড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে দুই শতাধিক।

বৃহস্পতিবার (১ আগস্ট) প্রতিকূলতার মধ্যে সেনাবাহিনী, কেরালার বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ও স্থানীয় জনগণ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিন ধরেই ভারি বর্ষণ হচ্ছে রাজ্যের ওয়েনাড়ে। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে। এরপর ঘণ্টার ব্যবধানে আরও পৃথক পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে। খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে উদ্ধারকাজে নামে বিভিন্ন বাহিনী। যোগ দেয় বিমানবাহিনীর হেলিকপ্টার। কিন্তু বিপর্যয়ের ব্যাপকতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যহত হয়। এতে আটকে পড়া অনেক আহত মানুষ মারা যান।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন