Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতজুড়ে চিকিৎসকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

ভারতজুড়ে চিকিৎসকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু

ছবি-সংগৃহীত

কলকাতায় এক ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন ভারতীয় চিকিৎসকরা।

শনিবার (১৭ আগস্ট) সকাল থেকেই ভারতজুড়ে হাসপাতাল ও ক্লিনিকগুলো শুধু জরুরীসেবা ছাড়া সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ড নারীদের বিরুদ্ধে সহিংসতার দীর্ঘস্থায়ী ক্ষোভকে আরও চাঙ্গা করে তুলেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

৯ আগস্ট কলকাতার একটি সরকারি হাসপাতালে ৩১ বছর বয়সী এক ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করে তার রক্তাক্ত দেহ ফেলে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদের দেশটির একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

অনেক শহরে ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের নেতৃত্ব বিক্ষোভ করা হচ্ছে। তবে বিচারের দাবিতে হাজার হাজার সাধারণ মানুষও এই আন্দোলনে অংশ নিয়েছেন।

কলকাতায় শনিবার সকালের হাজার হাজার মানুষ মোমবাতি হাতে জড়ো হয়েছিলেন। পূর্বাঞ্চলীয় একটি শহরের স্লোগানসমেত বিক্ষোভ করেন তারা। এক প্রতিবাদকারীর হাতের একটি প্লেকার্ডে লেখা ছিল ‘যে হাত সেবাদান করে সে হাত থেকে রক্ত কেন ঝরে।’

নৃসংশ হত্যাকাণ্ডের শিকার ডাক্তারকে প্রশিক্ষণ হাসপাতালের সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি দীর্ঘ শিফটে দায়িত্ব পালনের সময় একটু বিশ্রামের জন্য সেখানে গিয়েছিলেন ভুক্তভোগী।

ময়নাতদন্ত রিপোর্টে যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভারতীয় সম্প্রচারকারী এনডিটিভির খবরে বলা হয়, আদালতে একটি আবেদনে ভুক্তভোগীর বাবা-মা বলেছেন, তাদের মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি তখন হাসপাতালে দায়িত্বপালন করছিলেন। তবে রাজ্য সরকারি কর্তকর্তাদের বিরুদ্ধে মামলাটি ভুলভাবে পরিচালনার অভিযোগও ওঠেছে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন