Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি

ছবি-সংগৃহীত

অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি মারলেনা। আম আদমি পার্টির শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার বিকেলে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের আগে দলের নেতারা তাঁকে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষমতা দেন। তিনিই অতিশির নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

৪৩ বছর বয়সী অতিশি কেজরিওয়ালের মন্ত্রিসভায় শিক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ, রাজস্ব, পরিকল্পনা, অর্থ, পরিষেবা, ভিজিলেন্স, পানি ও জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরসহ সর্বাধিক পোর্টফোলিও সামলেছেন। 

গত আগস্টে নিজের অনুপস্থিতিতে অতিশিকে ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুমতি দিতে লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনাকে চিঠি লিখে সুপারিশ করেন কেজরিওয়াল। মন্ত্রিসভায় অতিশির তাৎপর্য তুলে ধরার পরও গভর্নর স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ গাহলটকে পতাকা উত্তোলনের জন্য মনোনীত করেন।

২০২০ সালে প্রথমবারের মতো কালকাজি নির্বাচনী এলাকা থেকে বিধায়ক নির্বাচিত হন অতিশি। আবগারি নীতির মামলায় তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পরে ২০২৩ সালের মার্চ মাসে তিনি মন্ত্রী নিযুক্ত হন। রাজধানীর প্রভাবশালী ভোট ব্যাংক হিসেবে পরিচিত পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ অতিশি।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন