দুর্বল প্রতিরক্ষায় সুবিধা নিচ্ছে রুশ বাহিনী
![Icon](https://samacharprotidin.com/uploads/settings/icon-newicon-2-1708783997.png)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম
![দুর্বল প্রতিরক্ষায় সুবিধা নিচ্ছে রুশ বাহিনী](https://samacharprotidin.com/uploads/2024/03/online/photos/samacharprotidin-65e3f487710e4.jpg)
ছবি-সংগৃহীত
রুশ বাহিনী পূর্ব ইউক্রেনীয় শহর আভদিভকার বাইরে একটু একটু করে এগোচ্ছে। অর্জন ছোট হলেও সেটা সম্ভব হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদের ঘাটতি এবং পশ্চিমা সহায়তা কমে যাওয়ায়। তবে ক্রেমলিনের সেনাদের অগ্রসরের আরেকটি কারণ হলো, দুর্বল ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা। খবর নিউইয়র্ক টাইমসের।
বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি প্ল্যানেট ল্যাবসের টাইমসের চিত্র থেকে এসব তথ্য উঠে এসেছে। চিত্র পর্যালোচনায় দেখা গেছে, আলাদা প্রাথমিক পরিখা লাইনগুলো আভদিভকার পশ্চিমে অঞ্চলটিকে জনবহুল করে তোলে। সেখানে ইউক্রেনীয় বাহিনী দেশ রক্ষায় চেষ্টা করছে। এই লাইনগুলোতে দুর্গের অভাব রয়েছে। দুর্গ না থাকায় ঠেকানো যাচ্ছে না রুশ ট্যাঙ্ক। ফলে ধীরগতিতে হলেও এ থেকে সুবিধা পাচ্ছে মস্কো।
আভদিভকা গত ৯ মাসে ভয়ংকর অচলাবস্থার জায়গায় রূপ পেয়েছে। কারণ, এখানেই অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে বলে মনে করা হয়। রাশিয়া যখন শহরটি দখল করে গত ১৭ ফেব্রুয়ারিতে, এটি ছিল রুশ বাহিনীর জন্য গত বছরের মে মাস থেকে প্রথম কোনো বড় অর্জন।
ইউক্রেনীয় বাহিনীর দাবি, তারা শহরের বাইরে প্রতিরক্ষামূলক লাইনগুলো সুরক্ষিত করেছে। কিন্তু রুশ সেনারা এক সপ্তাহের ব্যবধানে আভদিভকার পশ্চিমে তিনটি গ্রাম দখল করে ফেলে। অন্য একটি গ্রামে লড়াই চলছে দুই বাহিনীর মধ্যে।
ব্রিটিশ মিলিটারি ইন্টিলিজেন্স গত বৃহস্পতিবার জানায়, রুশ বাহিনী গত দুই সপ্তাহে আভদিভকার কেন্দ্র থেকে প্রায় ৭ কিলোমিটার অগ্রসর হয়েছে। যা আগের আক্রমণাত্মক অভিযানের তুলনায় ছোট, কিন্তু অস্বাভাবিকভাবে দ্রুত অগ্রগতি।