Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘের অবস্থানে ইসরাইলি হামলা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

লেবাননে জাতিসংঘের অবস্থানে ইসরাইলি হামলা

ছবি-সংগৃহীত

ইসরাইলি বাহিনী শুক্রবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ওয়াচ টাওয়ারে গুলি চালিয়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে জাতিসংঘ সূত্র জানিয়েছে। এটি ছিল লেবাননে টানা তৃতীয় দিনের ঘটনা, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা ইসরাইলি হামলার শিকার হচ্ছেন।

এদিকে লেবাননের সরকার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বৈরুতের কেন্দ্রে একটি ইসরাইলি বিমান হামলায় ২২ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছে। হামলার লক্ষ্য ছিলেন হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা ওয়াফিক সাফা। তবে তিনি বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে তিনটি নিরাপত্তা সূত্র।

এদিকে ইসরাইলের উত্তরে হিজবুল্লাহর হামলায় একজন থাই শ্রমিক নিহত হয়েছেন এবং ইসরাইলি বিমান বাহিনী হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে জাতিসংঘ সূত্র জানায়, ইসরাইলি বাহিনী শুক্রবার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ঘাঁটির কাছে একটি টাওয়ারে গুলি চালায়। আগের দিনও সেখানে একই ধরনের হামলায় দুজন শান্তিরক্ষী আহত হন। ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা জাতিসংঘের বাহিনীকে নিরাপদ স্থানে থাকতে নির্দেশ দিয়েছিল।

এ বিষয়ে হোয়াইট হাউস জানায়, তারা ইসরাইলের এ হামলার বিষয়ে উদ্বিগ্ন এবং ইসরাইলের কাছ থেকে বিস্তারিত জানতে চায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও সংঘাতের প্রশমন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান। তবে সব ঘটনা মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইরানের ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রত্যুত্তর নিয়ে। এ ঘটনায় ইরানে ‘মারাত্মক’ ও ‘অপ্রত্যাশিত’ প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। 

 সূত্র: রয়টার্স

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন