১২৪ দেশে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
ছবি-সংগৃহীত
গাজায় সন্দেহভাজন যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
আইসিসির এ আদেশের পর রোম চুক্তির আওতায় ১২০টিরও বেশি দেশ এ দুইজনকে গ্রেপ্তার করতে বাধ্য।
আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুত্তাব সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘আইন অনুযায়ী আইসিসির সদস্য দেশগুলো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। মানুষ আইন মানবে, এমন ধারণার ওপর ভিত্তি করেই আইন প্রণয়ন করা হয়। এভাবেই সমস্ত আইন তৈরি করা হয়।’
দেশগুলো যে আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করবে না, তার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। কুত্তাব উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নসহ ইসরায়েলের অনেক মিত্র দেশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
যদিও নেতানিয়াহু এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন এবং এ রায়কে ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছেন।