প্রতিকী ছবি
গরমে ডাবির পানি শরীর ঠাণ্ডা রাখে এবং শরীরের ক্লান্তি দূর করে। প্রাণ জুড়াতে ডাবের পানির তুলনা নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও ডাবের পানি কার্যকর
ডাবের পানিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ইলেক্ট্রোলাইটস, প্রাকৃতিক শর্করা এবং ভিটামিন থাকে। এই পানি কেবল স্বাস্থ্যের জন্যই ভালো নয়, পাশাপাশি চুলের জন্যও একটি স্বাস্থ্যকর ও হাইড্রেটিং উপাদান।
সপ্তাহে অন্তত একদিন শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন ডাবের পানি দিয়ে। এতে মিলবে অনেক উপকার।
চুলের যত্নে ডাবের পানি ব্যবহারের কিছু উপাকারিতা...
১. মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ডাবের পানি। এই পানীয়ের মধ্যে রয়েছে নানা ধরনের ভিটামিন এবং খনিজ। নিয়মিত ডাবের পানি দিয়ে চুল ধুলে মাথার ত্বকে কোনও রকম ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না।
২. ডাবের পানি চুলের স্থিতিস্থাপকতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফলে মাঝখান থেকে চুল সহজে ভেঙে পড়ে না। ডগা ফাটার সমস্যা থাকলে তা-ও প্রতিরোধ করে।
৩. ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো কিছু খনিজ থাকায় চুল লম্বা করতে সাহায্য করে। চুলের ফলিকলগুলি মজবুত করতেও ডাবের পানি কার্যকর।
৪. রুক্ষ চুলে রাসায়নিক দেওয়া কন্ডিশনার কিংবা সিরামের বদলে ডাবের পানি ব্যবহার করলে চুলে জট বাঁধা সমস্যা থেকে সহজেই রেহাই মেলে।
৫. মাথার ত্বকের স্বাভাবিক পিএইচের সমতা বজায় রাখে ডাবের পানি। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ডাবের পানি খুবই উপকারি।