আইওএম’র সাথে সরকারের অনুদানের চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০১:২০ পিএম

ছবি-সংগৃহীত
বাংলাদেশে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও অন্যান্য কারণে স্থানচ্যুতি সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সাথে ৫৮১০১০ মার্কিন ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার(১২মার্চ)চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং মিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজ্জালী। এছাড়াও ইউএন উইং ইআরডি ও আইওএম-এর আইওএম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘পাইলট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টারভেনশনস টু এভার্ট, মিনিমাইজ ডিসপ্লেসমেন্ট ইন ক্লাইমেট স্ট্রেসড ডিস্ট্রিক্টস অব বাংলাদেশের’-শীর্ষক চুক্তিটির অধীনে সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করবে।
প্রকল্পের উদ্দেশ্য হল-নীতি সহায়তা, তথ্য, পরিকল্পনা, বর্ধিত ক্ষমতা ও সম্প্রদায়-ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও অন্যান্য কারণে স্থানচ্যুতি সংক্রান্ত সমস্যা মোকাবিলা করা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটি দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজির লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।