ছবি-সংগৃহীত
প্রায় তিন কোটি টাকা সমমূল্যের সৌদি রিয়াল পাচারের সময় শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার সময় মো. দুলাল জমাদ্দার নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বেসরকারি বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক) এর এ্যাভসেক শাখা, এনএসআই ও কাস্টমস এর যৌথ অভিযানে এসব বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটক যাত্রী মো. দুলাল জমাদ্দার মাদারীপুর শিবচরের মুনসের আলী জমাদ্দারের ছেলে। তার পাসপোর্ট নং- এ০১৬৫৭৭৮৬।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, ওই যাত্রী ঢাকা বিমানবন্দর থেকে সকাল ৭টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনস এর দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 (ঢাকা- চট্রগ্রাম- দুবাই) করে দুবাই যাচ্ছিলেন। বিমানের ভিতর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইউএস বাংলা'র ক্রু তাকে বিমান থেকে অফলোড করে বেবিচক এর কাছে হস্তান্তর করে। এরপর বেবিচক বিষয়টি এনএসআই'কে জানায়। এনএসআই ও কাস্টমস মিলে ওই যাত্রীকে আটক করে। এসময় তার হাতব্যাগ স্কেনিং করে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রার সন্ধান পায়। ওই যাত্রী ঘনঘন মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন বলেও জানানো হয়।
হাতব্যাগে পাওয়া নয় লাখ ২১ হাজার ৫শ' সৌদি রিয়াল এর মূল্য দুই লাখ ৪৯ হাজার ৫২৭ মার্কিন ডলার। এছাড়া বাংলাদেশী মুদ্রায় দুই কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা।
জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল আরও জানান, এসব মুদ্রা সরকারি কোষাগারে জব্দ হবে। এছাড়া এনএসআই এর সুপারিশে কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।