কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
ছবি-সংগৃহীত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
বুধবার (২৭নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু তাহের এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। গত ২০ নভেম্বর আদালত এদিন ধার্য করেছিলেন।
আদালতে আজ আসামিদের আইনজীবীরা জানান, সব নিয়ম মেনে বড় পুকুরিয়া কয়লা খনির খনন কাজে টেন্ডার আহ্বান করা হয়েছিল। শুধু হয়রানি আর রাজনীতি থেকে দূরে রাখতে এই মিথ্যা মামলায় তাদের আসামি করা হয়। এই মামলায় যে কোনো উপাদান ছিল না, তার প্রমাণ দীর্ঘ ১৬ বছরেও মামলাটির অভিযোগ গঠন করা যায়নি। ১/১১ সরকার মামলাটি করে, যা এতদিন জিইয়ে রাখে আওয়ামী লীগ সরকার।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছর ৫ অক্টোবর খালেদা জিয়াসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।