Logo
Logo
×

জাতীয়

বিএসএমএমইউর নতুন প্রক্টর ডা. শেখ ফরহাদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

বিএসএমএমইউর নতুন প্রক্টর ডা. শেখ ফরহাদ

ছবি-সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। শনিবার (৩০ নভেম্বর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপদকালীন সময়ে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্মারক নং-বিএসএমএমইউ/২০২৪/৭৪৫৪, তারিখে ২০/০৮/২০২৪ খ্রি. মোতাবেক অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাবরক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান ২০১৭ এর ৪১.২.৪১.৩ অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা সাপেক্ষে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে মূল দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রক্টরের দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ ২০/৮/২০২৪ থেকে কার্যকর হবে।’

এদিকে প্রক্টর নিয়োগ সংক্রান্ত নিয়োগপত্র আজ (৩০ নভেম্বর) ডা. শেখ ফরহাদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন