Logo
Logo
×

জাতীয়

অর্থনৈতিক খাতে অকল্পনীয় দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

অর্থনৈতিক খাতে অকল্পনীয় দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা

ছবি-সংগৃহীত

‘গত ১৫ বছরে বিশেষ করে অর্থনৈতিক খাতে যে ধরনের দুর্নীতি হয়েছে, তা অকল্পনীয় এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ব্যাংক থেকে ডিপোজিট নিয়ে চলে গেছে, যার দৃষ্টান্ত বাংলাদেশে বিরল। তবে অর্ন্তবর্তীকালীন সরকার তা উত্তরণের প্রচষ্টো অব্যাহত রেখেছে। এক্ষেত্রে কিছুট সময় লাগতে পারে।’

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক : প্রত্যাশা ও অগ্রাধিকার’-শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, মূল্যস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ, তবে রিজার্ভ স্থিতিশীলতা ও সুদের হার সন্তোষজনক পর্যায়ের নিয়ে আসার মাধ্যমে এ অবস্থার উত্তরণ হবে। 

এনবিআর নিয়ে বেসরকাররিখাতের অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, সকল আইনই ব্যবসা সহায়ক হওয়া প্রয়োজন। এনবিআরের কার্যক্রমে অটোমেশন করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডে ট্যাক্স পলিসি ও ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করার প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে বেসরকারি খাতে বিশেষ করে এসএমই খাতে ঋণ সহায়তা যেন কোনওভাবেই হ্রাস না পায় সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের সঙ্গে বেসরকারিখাতের সমন্বয় আবশ্যক এবং বিদ্যমান অবস্থার দ্রুত উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন। একই পণ্যের একাধিক বাণিজ্য সংগঠন আছে। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে ছাড়াও আন্তর্জাতিক বাজারে আমাদের বাণিজ্য সম্প্রসারণে নিজেদের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন