গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩০
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০২:০২ এএম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত রোগীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে সকলকে অবহিতকালে স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরের কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছে। কালিয়াকৈরের কোনাবাড়ি টেলি শালা টপস্টার এলাকায় বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে।
ঘটনার পরপরই আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন স্থানীয় ও তাদের স্বজনরা। জরুরী চিকিৎসায় তাদের ইনস্টিটিউটের আইসিইউ এইচডিইউসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধরা হলেন- আরিফুল ইসলাম (৪০), সাইদুল ইসলাম (৩০), শিল্পী (৩০), সুমন(২৫), মশিউর (২২), ইয়াছিন (২১), সাদিয়া (১৮), তারেক (১৮), মন্নাফ (১৭), মেরাজ (১৩), গোলাম রাব্বী (১১), সুফিয়া (৯) ও ৭ বছরের সোলেমান। বাকিদের নাম জানা যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে জানান, দগ্ধদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এদের মধ্যে ৭ শিশু রয়েছে বলে জানান মন্ত্রী।