Logo
Logo
×

জাতীয়

ভারতের প্রোপাগান্ডায় আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত

Icon

যশোর সংবাদদাতা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

ভারতের প্রোপাগান্ডায় আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত

ছবি-সংগৃহীত

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “ভারতের প্রোপাগান্ডাতে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।”

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

সাখাওয়াত হোসেন বলেন, “পৃথিবীর মধ্যে বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম সংখ্যক লোক ভারতে যায়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে ভারত বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও সেখানে যাবে না।” 

তিনি আরো বলেন, “আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটিতে কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। আমরা ঐতিহাসিকভাবে এক আছি।”

বেনাপোল বন্দর পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় পুলিশ, উপজেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন