Logo
Logo
×

জাতীয়

৪০০ নয়, সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

৪০০ নয়, সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা

ছবি-সংগৃহীত

শেখ হাসিনা বলেছিলেন, ‘আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া নাকি চলে না।’ এরপর আলোচনায় উঠে আসে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের নাম। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে সেই আলোচিত পিয়নের ব্যাংক হিসাবে ৪০০ কোটি নয়, বরং ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে।

এই বিষয়ে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংকে জমা ও উত্তোলন করেছেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, জাহাঙ্গীর আলম আটটি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা করেছেন এবং এর মধ্যে ৬২৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৬৭১ টাকা উত্তোলন করেছেন। যা সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে।

জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্কাই রি এরেঞ্জ’ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে ২০২৪ সালের প্রথম পাঁচ মাসে (৮৩ দিনে) ১৭৮ কোটি টাকা জমা এবং ১৭৮ কোটি ৯৩ টাকা উত্তোলন বা স্থানান্তর করেছেন।

অপরদিকে, জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধেও পৃথক একটি মামলা দায়ের করেছে দুদক। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কামরুন নাহার ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগ দখলে রেখেছেন। 

জাহাঙ্গীর আলমের এ ধরনের বিপুল সম্পদ অর্জনের খবরে জনমনে প্রশ্ন উঠেছে, কীভাবে একটি পিয়নের অবস্থান থেকে তিনি এই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করলেন।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন