Logo
Logo
×

জাতীয়

বারভিডা নির্বাচন স্থগিত

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

বারভিডা নির্বাচন স্থগিত

ছবি-লোগো

রিকন্ডিশন্ড বা ব্যবহৃত গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা নির্বাচন অবশেষে স্থগিত করা হয়েছে। বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে প্রশাসক বসিয়ে বারভিডা নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন সংগঠনটির সদস্য এবং কে কে করপোরেশনের দীনুল ইসলাম।

এ পরিস্থিতিতে তার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বারভিডা নির্বাচন স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার সিনিয়র সহকারী সচিব পুলক কুমার মণ্ডল রবিবার বিকালে এই অফিস আদেশ দেন। আদেশের কপি ইতোমধ্যে নির্বাচন কমিশনসহ বিভিন্ন শাখায় পৌঁছেছে।

আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে মন্ত্রণালয়ের নির্দেশনার ফলে নির্বাচন স্থগিত হয়ে গেল।

বারভিডার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বলেন, “মন্ত্রণালয়ের আদেশ আসলে স্থগিত হয়ে যাবে নির্বাচন; এটা তো বলার অপেক্ষা রাখে না। আর সেই আদেশ আমি এখনেও পাইনি। আমার নির্বাচন অফিস কলিগরা হয়তো পেতে পারেন।”

বারভিডার সেক্রেটারি জেনারেল শহীদুল ইসলাম বলেন, “আমি মন্ত্রণালয়ের আদেশটি পেয়েছি। আমার কথা হচ্ছে সংগঠনের ১২শ সদস্যের মধ্যে যদি কোনও একজন সদস্য এই ধরনের অভিযোগ করেন এবং সেটি প্রমাণিত না হওয়ার আগেই মন্ত্রণালয়ের আদেশে নির্বাচন স্থগিতের আদেশ আসে, সেটা খুবই দুঃখজনক।”

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন