Logo
Logo
×

জাতীয়

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম

মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

ছবি-সংগৃহীত

আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অসুস্থতার কারণে যোগ দিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘গত পরশু রাত থেকে অসুস্থ তিনি (খালেদা জিয়া)। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে।’

চলতি বছরের ২১ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল খালেদা জিয়ার। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন