আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
‘পুলিশ আপনাদের, র্যাব আপনাদের, আইনশৃঙ্খলা বাহিনী
আপনাদের, নিরাপত্তা বাহিনী আপনাদের। আর বলছেন যে বিএনপি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ওবায়দুল
কাদের সাহেব... আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর কাছে এটি প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের
অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।’
শুক্রবার (১৫মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে রিজভী
বলেন, ‘এখন যে দ্রব্যমূল্য
হু হু করে বাড়ছে, নিম্ন আয়ের মানুষ একেবারে রাস্তার মধ্যে ধুলার মধ্যে মিশে গেছে—আপনি (ওবায়দুল
কাদের) এগুলো আড়াল করতে চান এসব কথাবার্তা বলে...ধূম্রজাল সৃষ্টি করে কোনো লাভ হবে
না। জনগণ সবই জানে, জনগণ সবই দেখছে।’
রিজভী আরও বলেন, ‘সিন্ডিকেটের
মতো এ রকম প্রভাবশালী চক্র যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না-এটা শুধু বাংলাদেশ
না, গোটা পৃথিবীতেই প্রমাণিত। কারণ, একটা পৃষ্ঠপোষকতা লাগে...ক্ষমতার একটা ছায়া লাগে...তখনই
সিন্ডিকেটবাজরা দুরন্ত গতিতে ছুটতে থাকে।’
রিজভী বলেন, ‘মানুষ কাতরাচ্ছে ক্ষুধায়, কাতরাচ্ছে
বিশুদ্ধ পানির জন্য, কাতরাচ্ছে কোনো রকমে বেঁচে থাকার জন্য। এই কাতরানি আপনারা শুনতে
পাচ্ছেন না। আপনারা ক্ষমতার মসনদের ঝাড়বাতির আলোর মধ্যে আছেন তো তাই মানুষের হৃদয়ের
মধ্যে যে অন্ধকার পড়েছে, সেই অন্ধকার আপনারা দেখতে পারছেন না।’
বিএনপির এই নেতা আরও বলেন ‘কোনো কিছু
সামাল দিতে না পেরে, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে, এখন ছাত্রলীগকে
লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙার কর্মসূচিতে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের
সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান। এসব অনুষ্ঠান ওবায়দুল কাদের, হাছান মাহমুদ সাহেবদের
সাড়ম্বর উপস্থিতি দেখা যাচ্ছে, অথচ ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ও হামলা—এটা কি গভীর
চক্রান্তের অংশ? মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে ওবায়দুল কাদের সাহেবদের
গা জ্বালা করার অর্থ কী?’