ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:১৮ পিএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিপাবলিকান ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ট্রাম্প পরিবারের ব্যবসায়িক অংশীদার মিস্টার গেন্ট্রি বিচ’র নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার বাংলাদেশ সফর করেছে। বিনিয়োগের উদ্দেশ্যে আগত এ দলে আইনি সহায়তাকারী হিসেবে আছেন ব্যারিস্টার এম এ সালাম ও মিস্টার গেন্ট্রি বিচ’র বন্ধু ব্যারিস্টার আবু সায়েম। যুক্তরাষ্ট্র থেকে এ সফরের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেছেন মিস্টার গেন্ট্রি বিচ’র দীর্ঘদিনের বন্ধু জনাব জাহিদ এফ সরদার সাদী।
প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুর ও যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে বৈঠক করেন। বৈঠকে মিস্টার গেন্ট্রি বিচ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের আশ্বাস দেন।
সরকারি সূত্রে জানা গেছে, মিস্টার গেন্ট্রি বিচ ও তার সহকর্মীদের নিয়ে একটি প্রাইভেট জেট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করে। বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান।
উল্লেখ্য, মিস্টার গেন্ট্রি বিচ প্রখ্যাত হাইগ্রাউন্ড হোল্ডিংস’র সিইও এবং প্যারামাউন্ট ইউএসএ’র চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বিনিয়োগ জগতে ধনকুবের মিস্টার গেন্ট্রি বিচ একটি পরিচিত নাম। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।