Logo
Logo
×

জাতীয়

সরস্বতী পূজা দেখতে ঢাবিতে উপদেষ্টা নাহিদ-আসিফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

সরস্বতী পূজা দেখতে ঢাবিতে উপদেষ্টা নাহিদ-আসিফ

ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তারা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

দুই উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দেশের সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। এতে দেশ-বিদেশ থেকে হাজারও পুণ্যার্থী এসে জড়ো হয়েছেন।

এদিকে এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অনুষদ তাদের নিজ নিজ মণ্ডপ নিয়ে বসেছেন। এসব মণ্ডপ সেজেছে একেকটি বিভাগের নিজস্ব সৃজনশীল কারুকাজের সাজে।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন