গণহত্যার বিচার আগে করতে হবে পরে অন্যকাজ: জামায়াত আমির

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম

ছবি-সংগৃহীত
‘২৪ এর অভ্যুত্থানে যে গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, তারপরে অন্যকাজ। তা না হলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমিরে জামায়াত বলেন, আগে যেমন চাঁদাবাজি ছিল, এখনো আছে। এ চাঁদাবাজি যারা করছে বন্ধ করতে হবে।
জামায়াত বাংলাদেশের সবচেয়ে মজলুম দল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমরা এখনো নিবন্ধন ফিরে পাইনি। জামায়াত একটা মাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছে। দলকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই দল আল্লাহর আইন চায়। স্বাধীনতার ৫৪ বছরে কোনো অপকর্ম জামায়াত ইসলামীকে স্পর্শ করেনি। কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি, লুটপাট করেছে। জামায়াতের কারও বিরুদ্ধে সেই অভিযোগ নেই।
এসময় জামায়াত আমির বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। কারো উসকানিতে আমরা কারো ক্ষতি করতে দেবো না। পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা বেনজীর এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান জামায়াতের এ নেতা।
জেলা জামায়াতের আমির নুর মোহাম্মদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।