Logo
Logo
×

জাতীয়

জলদস্যুদের কবল থেকে ১৭ জনকে উদ্ধার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০১:০৫ পিএম

জলদস্যুদের কবল থেকে ১৭ জনকে উদ্ধার

ছিনতাইয়ে ব্যবহৃত জাহাজ এমভি রুয়েন

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত এমভি রুয়েন থেকে ১৭ জনকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। একই সাথে ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ভারতের নৌবাহিনী এ তথ্য জানায়।

শনিবার (১৬মার্চ) রাত ১১টার দিকে ওই পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতীয় রণতরী আইএনএস কোলকাতার সফল অভিযানে সাবেক এমভি রুয়েনকে জিম্মি করে থাকা ৩৫ জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। এর ফলে সন্ধ্যা নাগাদ কোনো হতাহতের ঘটনা ছাড়াই জলদস্যুদের কবল থেকে ১৭ নাবিকসহ জাহাজটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

এতে আরও বলা হয়, ভারতীয় উপকূল থেকে প্রায় ১৪০০ নটিক্যাল মাইল (২৬০০ কিমি) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতিরোধ করে আইএনএস কোলকাতা। এই কাজে আরেক রণতরী আইএনএস সুভদ্রা, হ্যাল আরপিএ, পি৮আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফ্ট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন