Logo
Logo
×

জাতীয়

ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ছবি-সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধানিবেদনের মাধ্যমে শুরু হয়েছে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে উপস্থিতিদের সঙ্গে কুশল বিনিময় করে ভাষাশহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।
এরপর রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে ভাষাশহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ মিনার ত্যাগ করেন তিনি।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন