ভাষা আন্দোলনে যার যতটুকু অবদান তার স্বীকৃতি দিতে হবে : ডা. শফিকুর রহমান

সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

ছবি-সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, ভাষা আন্দোলনে যার যতটুকু অবদান তার স্বীকৃতি দিতে হবে।
ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের অবদানের স্বীকৃতি দাবি করে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এই আন্দোলনে গোলাম আযমের অবদানের যতটুকু, ততটুকু স্বীকৃতি দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের কাজ করেছিলেন তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমুদ্দিন মজলিস নামের যে সংগঠন এ আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে দূরে কেন? যার যেখানে জায়গা তাকে সেখানে জায়গা করে দিতে হবে। এ আন্দোলনের যার যতটুকু অবদান তার স্বীকৃতি দিতে হবে।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।
বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে। কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, ‘ফ্যাসিবাদীরা যে সমস্ত অপকর্ম করতো, সেই অপকর্ম যদি আমি করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান।
দয়া করে আহত-পঙ্গু ভাই-বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, ইজ্জতকে, আবেগকে, ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না।’
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। মহানগরী দক্ষিণ কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, রক্তদানসহ ফ্রি রোগী দেখা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।