Logo
Logo
×

জাতীয়

১৩৩ কোটি টাকা মানি লন্ডারিং

সাদিক এগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৭ পিএম

সাদিক এগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলার আসামি সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩মার্চ) ইমরান হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সিআইডির ফ্যাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। 

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ঢাকা থেকে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা রয়েছে। তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।


ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন