Logo
Logo
×

জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এনসিপি’র

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এনসিপি’র

ছবি : ফেসবুক

রাজধানীর রায়েরবাজারে ‘২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪মার্চ) রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন দলটির তরুণ নেতাকর্মীরা।

এ সময় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শত শত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সে জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন