Logo
Logo
×

জাতীয়

স্বপদেই থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা : রিজওয়ানা হাসান

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

স্বপদেই থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা : রিজওয়ানা হাসান

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, মোহাম্মদপুরের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, যেহেতু মোহাম্মদপুরের ঘটনায় উভয় পক্ষই মীমাংসা করেছেন সেহেতু এই বিষয়টা স্বপ্রণোদিত এর বাইরে নেওয়ার আর সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা (জাহাঙ্গীর আলম চৌধুরী) স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই থাকছেন।

তিনি আরও বলেন, ‘যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি, সেহেতু কোনো কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের অবস্থান এ দেশে নেই।’

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি। ওই ঘটনার প্রেক্ষিতে আবারও আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিচ্ছে। কোন দল চাঁদাবাজি করছে, কোন দল করছে না সরকার সেটা দেখবে না। কোনো বিশেষ দলের দিকে ইঙ্গিত করে থাকলে সেই বিশেষ দলকে প্রশ্ন করতে হবে।

ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভেতরেই নির্বাচন হবে বলেও জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন