যুক্তরাজ্যে একসঙ্গে আ.লীগের সাবেক ৪ মন্ত্রী

সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
সাবেক ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সব দাপুটে নেতাকর্মীদের জীবন ছিল রাজার মতো, ঈদ এলেই দেখা যেত জমজমাট আয়োজন তাদের ঘিরে। তবে গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বাস্তবতা এখন ভিন্ন, পরিবার-পরিজন ছাড়া এইসব নেতারা এখন পলাতক। দেশের বাইরে এবারের ঈদটা তাদের অনেকটা নিরানন্দে কাটছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সাবেক চার মন্ত্রীকে এবার এক ফ্রেমে ঈদ করতে দেখা গেল। মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর সেই চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান তারা।
সাবেক ৪ মন্ত্রীরা হলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ও আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথমবারের মতো এই চার সাবেক মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে।