এসএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই

সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

ছবি-সংগৃহীত
আরো পড়ুন
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবি জানায় একদল শিক্ষার্থী। এই দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে তারা। তবে এই দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই। আগামী ১০ এপ্রিল থেকে রুটিন মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) গণমাধ্যমকে এসব কথা জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, ‘পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানোর কাজও শেষ পর্যায়ে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই। এখন এ ধরনের আন্দোলন অযৌক্তিক।’
এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা উচিত হবে।’
উল্লেখ্য, শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।