Logo
Logo
×

রাজনীতি

গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পিএম

গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি

ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল পৌনে ৫টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার মোড় হয়ে কাওরান বাজার মোড়ে গিয়ে র‍্যালি শেষ হয়।

র‍্যালির আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

সমাবেশ মির্জা আব্বাস বলেন, ‘ফিলিস্তিনে যে নারকীর অত্যাচার, হত্যা হচ্ছে—তা দেখে আমাদের মনে হতে পারে যে শুধু তাদের ওপর অত্যাচার হচ্ছে। আসলে বিষয়টি তা নয়, একসময় তারা ধীরে ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে।’

তিনি আরও বলেন, ‘মুসলিম বিশ্বের যেসব মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য নিজেরা নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করলে… ফিলিস্তিনের এই অবস্থা হতো না।’

বিএনপির নেতারা এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের নির্মম হামলার নিন্দা জানান। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করারও আহ্বান জানান তারা।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন