Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম

রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশা একজন তরুণ ও আরেকজন তরুণীকে নিয়ে একটি গলির মুখে এসে দাঁড়ায়। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। একজনের মাথায় হেলমেট ছিল। অন্য দুজনের একজনের গায়ে সাদা টি-শার্ট ও অপরজনের গায়ে কালো শার্ট। এ দুজন মোটরসাইকেল থেকে নেমে যায়। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করে। সে রিকশায় বসে থাকা তরুণীর দিকে তেড়ে যায়। তাকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখিয়ে তার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা লোকটি তরুণীর কাছে যায়। তরুণীর গলা থেকে একটি রুপার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেয়। ঠিক তখন মোটরসাইকেলটি ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলচালক ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যায়।

কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী মোটরসাইকেলের কাছে এসে। একসঙ্গে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় আসা তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি চান তাদের কাছে। তারা সেটি তার দিকে ছুড়ে মারে। এরপর তারা চলে যায়। 

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন