সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম

প্রতীকী ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত এ তথ্য জানান।
তিনি বলেন, মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি শরীয়তপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
একই মামলায় গত ১৪ এপ্রিল তেজগাঁও থেকে আওয়ামী লীগ নেতা সায়মন এবং গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।