Logo
Logo
×

জাতীয়

দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম

দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের

ছবি : সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’। রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হওয়া মহাসমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ছয় দফা দাবি নিয়ে কোনো সমাধান না হলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।’

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি বলেন, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না। আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। 

ছয় দফা দাবি হলো—হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা; পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা; ২০২১ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন; ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণসহ মানসম্পন্ন কারিকুলাম চালু; এই কোর্সকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা এবং ৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণসহ নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

ইশা ফাউন্ডেশনের একটি প্রকাশনা

অনুসরণ করুন